×

জাতীয়

লঞ্চ ভাড়া দ্বিগুণের দাবি মালিকদের, রাজি না হলে কর্মসূচি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২১, ০৮:৪০ পিএম

জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চের ভাড়া দ্বিগুণ করার দাবি জানিয়েছে মালিক সমিতি। এ জন্য তারা একটি প্রস্তাবনা দিয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছে। প্রস্তাবে রাজি না হলে আগামীকাল শনিবার কর্মসূচি ঘোষণা করবে লঞ্চ মালিক সমিতি। শুক্রবার (৫ নভেম্বর) লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহাবুব উদ্দিন গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ডিজেলের দাম বাড়ার কারণে আমরা লঞ্চ ভাড়া শতভাগ বাড়াতে চাই। এজন্য একটি প্রস্তাবনাযুক্ত চিঠি অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। এখন তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। শনিবার দুপুর পর্যন্ত আমরা দেখব, এরপর নিজেরা বসে কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেব। ৩ অক্টোবর (বুধবার) ডিজেলের দাম ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। একইসঙ্গে বাড়ানো হয় কেরোসিনের দাম। ডিজেলের দাম বাড়ানোর পর পরিবহন খাতে এর প্রভাব পড়তে শুরু করে। শুক্রবার সকাল থেকে ভাড়া বাড়ানোর দাবিতে সড়কের অঘোষিত ধর্মঘট চলছে। এ পরিস্থিতিতে লঞ্চ মালিক সমিতিও ভাড়া বাড়ানোর প্রস্তাবনা দিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App