×

বিনোদন

অস্কারে একসঙ্গে বাংলাদেশের দুই সিনেমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২১, ০৩:৫১ পিএম

অস্কারে একসঙ্গে বাংলাদেশের দুই সিনেমা

গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’ ও আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’। ছবি : সংগৃহীত

অস্কারে একসঙ্গে বাংলাদেশের দুই সিনেমা

এবার একসঙ্গে বাংলাদেশের দুটি সিনেমা অস্কারে অংশ নেবে। একটি গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’, অন্যটি আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’।

গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’ সিনেমাটি নির্মিত হয়েছে বাংলা ও ইংরেজি দুই ভাষায়। ইংরেজিতে এর নাম ‘দ্য গ্রেভ’। ইতোমধ্যে সিনেমাটি যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। ইংরেজি ভাষা এবং আন্তর্জাতিক মুক্তির সুবাদেই অস্কারের সাধারণ ক্যাটাগরিতে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে ‘গোর’।

এ প্রসঙ্গে গাজী রাকায়েত বলেন, এটা বাংলাদেশের জন্য খুবই ভালো খবর। তবে আমরা এখনও অস্কারে পৌঁছাতে পারিনি। আমাদের সিনেমাগুলো মাত্র জমা দেওয়া হয়েছে। তারা শর্টলিস্ট করবে। তখনই আমরা অস্কারের মূল পর্বে যেতে পারবো। এটা ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার জন্য যেমন সত্য, আমার জন্যও। তবে এটা ঠিক, যদি চূড়ান্ত হয় ‘রেহানা মরিয়ম নূর’ একটি বিভাগে লড়বে। আর ‘গোর’ অস্কারের চলচ্চিত্র, অভিনেতা, স্ক্রিনপ্লেসহ অন্য সব বিভাগে লড়ার সুযোগ পাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App