×

জাতীয়

বানৌজা শহীদ মোয়াজ্জেমকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড দিলেন রাষ্ট্রপতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ০৬:০৫ পিএম

নৌবাহিনীর প্রশিক্ষণ এবং পার্বত্য অঞ্চলে মানবিক সহায়তার স্বীকৃতি হিসেবে বানৌজা শহীদ মোয়াজ্জেমকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড দিয়েছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদ খান। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বঙ্গভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ন্যাশনাল স্ট্যান্ডার্ড দেন।

রাষ্ট্রপতি বলেন, প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ বিশাল সমুদ্রের নিরাপত্তা বিধানের পাশাপাশি মানব পাচার ও চোরাচালান রোধ, জেলেদের নিরাপত্তা বিধান, বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা বিধান, বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণসহ দেশের ব্লু ইকোনমির বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে নৌবাহিনীর ভূমিকা অনস্বীকার্য।

এ সময় রাষ্ট্রপতি দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলা ও মানবিক সহায়তায় নৌবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, করোনা মহামারি সত্ত্বেও বানৌজা শহীদ মোয়াজ্জমের প্রশিক্ষণ অব্যাহত রাখা এবং নৌবহরকে নিরবিচ্ছিন্নভাবে সব ধরনের প্রশাসনিক ও লজিস্টিক্স সহায়তা দেওয়ার জন্য তিনি বানৌজা শহীদ মোয়াজ্জমের সব স্তরের কর্মকর্তা ও নৌ সদস্যদের ধন্যবাদ জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App