×

জাতীয়

ডেঙ্গু: ২২ বছরে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি ও শনাক্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ০৬:৪৫ পিএম

দেশে চলতি বছরে বৃহস্পতিবার (৪ নভেম্বর) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯৫ জন। শনাক্ত হয়েছেন ২৪ হাজার ২৭৭ জন। এ মৃত্যু ও শনাক্তের সংখ্যা ২২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন একজন। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৭৭ জন।

২০০০ সাল থেকে দেশে ডেঙ্গু রোগী গণনা শুরু হয়। সে বছর ৯৩ জন প্রাণ হারান। শনাক্ত হন পাঁচ হাজার ৫৫১ জন।

২২ বছরে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটে ২০১৯ সালে। সে বছর এক লাখ এক হাজার ৩৫৪ জন রোগী শনাক্ত হয়। প্রাণ হারিয়েছিলেন ১৫৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের দেওয়া ২২ বছরের তথ্য বিশ্লেষণ করে এ চিত্র দেখা গেছে।

চলতি বছরে ডেঙ্গুতে এত মানুষের প্রাণহানির কারণ সম্পর্কে প্রশ্ন করা হলে কীটতত্ত্ববিদ ও বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির সাবেক সভাপতি ড. মঞ্জুর আহমেদ চৌধুরী বলেন, মূলত দুটি কারণে এ বছর ডেঙ্গুতে মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেশি। প্রথমত এ বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে এবং দ্বিতীয় কারণ হলো শুরু থেকেই এডিস মশা নির্মূলে আমাদের মেয়ররা যথাযথ ব্যবস্থা নেননি। তারা লোক দেখানো কিছু কাজ করেছেন মাত্র। কিন্তু মানুষজনকে সচেতন করতে ব্যর্থ হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App