×

সারাদেশ

গাজীপুরে রাসায়নিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ০১:৫৭ এএম

গাজীপুরের শ্রীপুরে রাসায়নিক কারখানার আগুন সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী। এ ঘটনায় এখনও হতাহতের কোন খবর মেলেনি।

এর আগে সন্ধ্যায় টেপিরবাড়ি এলাকায় আজিজ কেমিক্যালে আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর ৯টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তারা জানায়, ব্লিচিং পাউডার রাখার স্থানে আগুনের সূত্রপাত। মূহুর্তে তা ছড়িয়ে পড়ে আশপাশে। আগুনের তীব্রতা বাড়ায় আশপাশে থাকা বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।

কারখানার সিনিয়র ব্যবস্থাপক রেজাউল করিম জানান, কারখানায় দুপুর ২টা থেকে রাত ১০টার শিফটের কাজ চলছিল। এ সময় ৫৫ থেকে ৫৬ জন শ্রমিক বিভিন্ন প্লান্টে দায়িত্বরত ছিলেন। আগুনের সূত্রপাত দেখে তারা নিরাপদে দ্রুত সরে আসেন।

চলতি বছরের ১১ ফেব্রুয়ারি একই কারখানায় হাইড্রোজেন পার অক্সাইড প্লান্টে আগুনে চার জন নিহত হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App