×

জাতীয়

আকিবের শারীরিক অবস্থার উন্নতি, করছেন হাঁটাহাঁটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ১১:০০ পিএম

রাজনৈতিক প্রতিপক্ষের হামলা গুরুতর আহত চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী মাহাদি জে আকিবের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এখন উঠে বসতে পারছেন, হাঁটাহাঁটি করছেন। সবার সঙ্গে কথাও বলতে পারছেন। তবে বুধবার (৩ নভেম্বর) রাতে তার জ্বর এসেছিল। জ্বরের কারণ নির্ণয় করার জন্য বৃহস্পতিবার তাকে নানা পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

আকিব এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউয়ে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে আইসিইউয়ে রেখেই চিকিৎসা দেওয়া হবে। কেননা অন্য ওয়ার্ডে রাখা হলে লোকজন তহার সঙ্গে দেখা করতে চাইবে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি থাকবে।

চমেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক নোমান খালেদ চৌধুরী বলেন, এর মধ্যে সে উঠে বসছে। হাঁটাহাঁটি করছে। দিন দিন তার অবস্থার উন্নতি হচ্ছে। তবে পুরোপুরি ঝুঁকিমুক্ত হতে একটু সময় লাগবে। কারণ মাথায় গুরতর আঘাত লেগেছে।

নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুল কাদের বলেন, বুধবার রাতে যেহেতু জ্বর এসেছে, তাই নতুন করে কোনো সংক্রমণ হল কি না, সেটি ​খতিয়ে দেখতে সব পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App