×

খেলা

শীর্ষস্থান হারালেন সাকিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ০৬:২৩ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে ওমান ও পাপুয়া নিউগিনির ম্যাচে অসাধারণ অলরাউন্ডিং পারফরম্যান্স দেখিয়েছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে রান না পেলেও বল হাতে গুরুত্বপূর্ণ দুটি উইকেট শিকার করেছেন। ফলে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবিকে সরিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছিলেন সাকিব।

কিন্তু বিশ্বকাপের মাঝপথেই টাইগার অলরাউন্ডারকে টপকে শীর্ষে উঠে গেলেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। দুজনের রেটিং পয়েন্টই সমান ২৭১। তবে ভগ্নাংশ ব্যবধানে পিছিয়ে থেকে রাজত্ব হারিয়েছেন সাকিব।

বিশ্বকাপের সুপার টুয়েলভের তিন ম্যাচ ব্যাট হাতে ২৩ রান ও বল হাতে মাত্র ২ উইকেট। হ্যামস্ট্রিংয়ের চোটে দুই ম্যাচ বাকি থাকতেই ছিটকে যান সাকিব। এরপর যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যান সাকিব। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ফিরে আসার আগে কিছুদিন সেখানেই অবস্থান করবেন টাইগার এই অলরাউন্ডার।

সাকিব বর্তমানে অবস্থান করছেন র‍্যাংকিংয়ের দুই নম্বরে। অন্যদিকে ধারাবাহিকভাবে ভালো খেলার সুবাদে তিন নম্বরে উঠে এসেছেন নামিবিয়ার অলরাউন্ডার জেজে স্মিট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App