×

সারাদেশ

খালে পড়ে নিখোঁজের জন্য দায়ী সিডিএ ও সিসিসি: তদন্ত কমিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ০৯:৩১ পিএম

খালে পড়ে নিখোঁজের জন্য দায়ী সিডিএ ও সিসিসি: তদন্ত কমিটি

গত ২৫ অগাস্ট চট্টগ্রাম নগরীর মুরাদপুরে খালে পড়ে সবজি ব্যবসায়ী সালেহ আহমদের নিখোঁজ হয়।

চট্টগ্রাম নগরীর মুরাদপুরে খালে পড়ে সবজি ব্যবসায়ী সালেহ আহমদের নিখোঁজ হওয়ার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এবং চট্টগ্রাম সিটি করপোরেশনকে (সিসিসি) দায়ী করেছে তদন্ত কমিটি। গত ২৫ অগাস্ট জলাবদ্ধতার মধ্যে বন্দর নগরীর মুরাদপুর মোড়ে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় চশমা খালে পড়ে নিখোঁজ হন ৫৫ বছর বয়সী সালেহ। তার খোঁজ আর পাওয়া যায়নি। এ ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন হয় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে। সাত সদস্যের ওই কমিটি সোমবার প্রতিবেদন জমা দেয়। তদন্ত কমিটির প্রধান মিজানুর বলেন, প্রতিবেদন বিভাগীয় কমিশনারের কাছে জমা দিয়েছি। তিনি মন্ত্রিপরিষদ বিভাগে প্রতিবেদনটি পাঠাবেন। ঘটনাটিকে ‘মর্মান্তিক’ উল্লেখ করে তিনি বলেন, এখনও উনার সন্ধান মেলেনি। নিখোঁজ ব্যক্তির ছেলের সাথেও আমরা কথা বলেছি। এই ঘটনার ‘কারা দায়ী’ তা চিহ্নিত করতে বলা হয়েছিল তদন্ত কমিটিকে। কী পেয়েছে কমিটি- প্রশ্নে মিজানুর বলেন, সিডিএ এবং সিটি করপোরেশন সেখানে কাজ করার ক্ষেত্রে অথরাইজড। সুতরাং দায়-দায়িত্বও তাদের। যাদিও এই মৃত্যুর পর এই ঘটনায় দায় নিয়ে একে অন্যের দিকে আঙুল তুলেছিল দুই সরকারি সংস্থা সিসিসি ও সিডিএ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App