×

জাতীয়

করোনায়ও বাংলাদেশের প্রবৃদ্ধি উর্ধ্বমুখী: পরিকল্পনা প্রতিমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ১০:১০ পিএম

করোনায়ও বাংলাদেশের প্রবৃদ্ধি উর্ধ্বমুখী: পরিকল্পনা প্রতিমন্ত্রী
করোনায়ও বাংলাদেশের প্রবৃদ্ধি উর্ধ্বমুখী: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএসের ২০২১-২২ শিক্ষাবর্ষে মাস্টার্স অব সায়েন্স ইন রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস কোর্সের প্রবেশিকা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) এ সংক্রান্ত এক ভার্চুয়াল অনুষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পাঠদানের জন্য ইনস্টিটিউটের পরিচালকের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ।

অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। রিমোট সেন্সিং এবং জিআইএসের মাধ্যমে দুর্যোগ সম্পর্কে আগে থেকে ধারণা পাওয়া যায়। এর মাধ্যমে প্রাকৃতিক সম্পদ এবং ফসলের বিন্যাস সম্পর্কেও জানা সহজ হয়।

[caption id="attachment_316587" align="aligncenter" width="700"] জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএসের ২০২১-২২ শিক্ষাবর্ষে মাস্টার্স অব সায়েন্স ইন রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস কোর্সের প্রবেশিকা অনুষ্ঠানে বক্তারা বক্তব্য রাখছেন। ছবি : ভোরের কাগজ[/caption]

পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারঘোষিত ২০২১ সালের রূপকল্প ইতোমধ্যে বেশিরভাগ ক্ষেত্রে অর্জিত হয়েছে। করোনা মহমারিতেও বাংলাদেশের প্রবৃদ্ধি উর্ধ্বমুখী আছে। বর্তমানে ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, রিমোট সেন্সিং এবং জিআইএস অধ্যয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ। বর্তমান পৃথিবীর অবারিত সুযোগ কাজে লাগাতে হবে শিক্ষার্থীদের।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার। এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর অধ্যাপক জয়শ্রী রায়, গবেষক ও বিজ্ঞানী বীরেন্দ্র বজ্রাচারী, মীর আব্দুল মতিন, রাজেশ বাহাদুর থাপা প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App