×

জাতীয়

আগামী অধিবেশনে অর্থের দুটি বিল উঠছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ০৬:১৯ পিএম

একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশনে অর্থ মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল’ এবং ‘ব্যাংকার বহি সাক্ষ্য বিল’ নামে দুটি বিল পাসের জন্য উঠছে। বুধবার (২ নভেম্বর) জাতীয় সংসদের ‘অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আব্দুস শহীদ, কাজী নাবিল আহমেদ এবং রুমানা আলী অংশ নেন।

বৈঠকে ‘বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (অ্যামেন্ডমেন্ট ) বিল’ এবং ‘ব্যাংকার বহি সাক্ষ্য বিল’ বিষয়ে আলোচনা হয়। বিল দুটির প্রয়োজনীয় সংশোধনীসহ সংসদের পরবর্তী অধিবেশনে উত্থাপনের সুপারিশ করা হয়। এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বিভিন্ন সংস্থা প্রধানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App