×

আন্তর্জাতিক

প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসায় ক্ষমা চাইলেন বাইডেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২১, ০৯:৪২ এএম

প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসায় ক্ষমা চাইলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমা চেয়েছেন। বলেছেন, ট্রাম্পের এ পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট হিসেবে তিনি লজ্জিত। সোমবার (১ নভেম্বর) গ্লাসগোয় জলবায়ু সম্মেলনে তিনি এ কথা বলেন।

গত সপ্তাহের শেষে ইতালির রোমে জি-টোয়েন্টি অধিবেশন ছিল। এরপর শুরু হয় জলবায়ু সম্মেলন। এতে যোগ দিচ্ছেন ১২০টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান, শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকারীরা। সে কারণে জলবায়ু নিয়ে আলোচনা ‘সিওপি-২৬’ এর ওপর ছেড়ে দিয়ে জি-টোয়েন্টি। বিশ্বে উদ্বেগজনক হারে কার্বন নির্গমনের বিষয়ে যাদের দায়িত্ব আছে তারা জলবায়ু সমস্যা নিয়ে একে একে বক্তব্য রেখেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, জি-টোয়েন্টি সম্মেলনে জলবায়ু পরিবর্তন নিয়েযে আলোচনা হয়েছে এতে নতুনত্ব নেই। কেননা সব দেশের পক্ষ থেকে বলা হয়েছে ধেয়ে আসা বিপর্যয় থেকে ধরণীকে বাঁচাতে তারা গড় তাপমাত্রা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার চেষ্টা করবে। ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুুক্তিতেও এমন অঙ্গীকার করেছিলেন রাষ্ট্রপ্রধানরা। কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App