×

জাতীয়

বাম জোটের সাম্প্রদায়িকতা বিরোধী রোডমার্চ শুরু মঙ্গলবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২১, ০৯:১০ পিএম

সারাদেশে সংঘটিত সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা ও মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনা প্রতিষ্ঠার প্রত্যয়ে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে দুই দিনব্যাপী রোডমার্চ শুরু হবে মঙ্গলবার।

মঙ্গলবার (২ নভেম্বর) সকাল সাড়ে আট টায় পল্টন মোড়ে উদ্বোধন শেষে যাত্রা করে রোডমার্চ নারায়ণগঞ্জের কাঁচপুর, সোনারগাঁও মোগড়াপাড়া চৌরাস্তা, চান্দিনায় পথসভা শেষে বিকেলে কুমিল্লা টাউন হলে সমাবেশ এবং সন্ধ্যায় ফেনী শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হবে।

ফেনীতে রাত্রী যাপন শেষে ৩ নভেম্বর সকাল সাড়ে ৮টায় যাত্রা করে দাগণভূইঞা, চৌমুহনী, রামগঞ্জে পথসভা শেষে বিকেল ৫টায় হাজীগঞ্জে সমাবেশের মাধ্যমে দুই দিনব্যাপী রোডমার্চ শেষ হবে।

রোডমার্চের সময় পথে পথে লিফলেট বিলি, গণসংযোগ, পথসভা, সমাবেশের মাধ্যমে জনগণকে সাম্প্রদায়িক অপশক্তি এবং সাম্প্রদায়িক সন্ত্রাস দমনে ব্যর্থ সরকার ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হবে বলে বাম গণতান্ত্রিক জোট থেকে জানান হয়েছে।

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ এর নেতৃত্বে রোডমার্চ এ অংশ নেবেন বাম জোটের শীর্ষ নেতা ও সিপিবি সাধারণ সম্পাদক শাহ আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ (মার্কসবাদী) ভারপ্রাপ্ত সমন্বয়ক ফখরুদ্দিন কবীর আতিক, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক মনিরউদ্দিন পাপ্পু, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলী, সিপিবি প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ কাফি রতন, বাসদ কেন্দ্রীয় পাঠচক্র সদস্য নিখিল দাস, জনার্দন দত্ত নান্টু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, ইউসিএলবি নেতা নজরুল ইসলাম, বাসদ (মার্কসবাদী) নেতা আকম জহিরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) নেতা বিধান রায় প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App