×

খেলা

টস জিতে বোলিংয়ে শ্রীলঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২১, ০৭:৪৯ পিএম

টস জিতে বোলিংয়ে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা ক্রিকেট দল

টস জিতে বোলিংয়ে শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে সোমবার (১ নভেম্বর) ইংল্যান্ডের বিপক্ষে আর কিছুক্ষন পর মাঠে নামবে শ্রীলঙ্কা। এদিন সংযুক্ত আরব আমিরাতের শারজা স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান দলপতি দাসুন শানাকা।

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে দুর্দান্ত খেলছে ইংল্যান্ড। সুপার টুয়েলভের প্রথম তিন ম্যাচে জিতে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে ইয়ন মরগানরা। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে উড়ন্ত সূচনা করলেও পরের দুই ম্যাচ হেরে সেমিফাইনালের স্বপ্ন ধূসর হয়ে গেছে শ্রীলঙ্কার।

[caption id="attachment_316219" align="aligncenter" width="700"] ইংল্যান্ড ক্রিকেট দল[/caption]

তাছাড়া এবার বিশ্বকাপের গ্রুপ-১ এ অপরাজিত দল ইংল্যান্ড। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫৫ রানে গুঁড়িয়ে দিয়ে তারা জয় তুলে নিয়েছে ৬ উইকেটের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংলিশরা ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে। তৃতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে ১২৫ রানে গুটিয়ে দিয়ে, জবাবে জয় তুলে নেয় ৮ উইকেট ব্যবধানে। টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথ অনেকটা সুগম করেছেন মরগান বাহিনী। চতুর্থ ম্যাচে তাদের প্রতিপক্ষ তারুণ্যনির্ভর দল শ্রীলঙ্কা। এ ম্যাচে দাসুন শানাকাদের সেমিফাইনালের যাত্রা অটুট রাখতে ইংলিশদের বিপক্ষে জয়ের বিকল্প নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App