×

চিত্র বিচিত্র

অদ্ভুত নামের বিড়ম্বনায় ইন্দোনেশিয়ার ১২ বছরের বালক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২১, ১০:২২ এএম

অদ্ভুত নামের বিড়ম্বনায় ইন্দোনেশিয়ার ১২ বছরের বালক

নেমপ্লেটে অদ্ভুত নাম

অদ্ভুত নামের বিড়ম্বনায় ইন্দোনেশিয়ার ১২ বছরের বালক

অদ্ভুত নামের বালক। ছবি : সংগৃহীত

নামে কি যায় আসে। হ্যাঁ, নামেই যায় আসে। তা না হলে শুধু নামের কারণে ১২ বছর বয়সী একটি বালক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরের শিরোনাম হতো না। ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রা প্রদেশের ওই ছেলের নাম- এবিসিডিইএফ জিএইচআইজেকে।

এমন অদ্ভুত নাম হওয়ায় ছেলেটির নাম কৌতুকে পরিণত হয়েছে। মুয়ারা এনিম জেলায় করোনা টিকা গ্রহণের সময় তালিকায় ছেলেটির নাম দেখে উপস্থিত স্বাস্থ্যকর্মীরা ভেবেছিলেন কেউ হয়তো মজা করেছে। কিন্তু যখন বালকটির নেমপ্লেটেও একই নাম দেখা যায়, তখন তারা বালকটির অদ্ভুত নামের ব্যাপারে নিশ্চিত হন। খবর অডিটিসেন্ট্রালের।

[caption id="attachment_316125" align="aligncenter" width="700"] নেমপ্লেটে অদ্ভুত নাম[/caption]

এ ঘটনা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অদ্ভুত নামের জন্য অনেকে আবার বালকটিকে কটাক্ষও করছেন। অনেকে প্রশ্ন তুলছেন, সবগুলো ইংরেজি বর্ণমালা দিয়ে নাম হলো না কেন?

জানা গেছে, অদ্ভুত নামের কারণে সহপাঠীরা প্রায়ই ওই ছেলেকে বিরক্ত করে। আবার অনেকে হাসাহাসি করে। তার নাম কেন উচ্চারণের অযোগ্য সে ব্যাপারেও অনেক কথা শুনতে হয় তাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App