×

শিক্ষা

৪৩তম বিসিএসে বিপুল অনুপস্থিতির কারণ জানালেন পিএসসি চেয়ারম্যান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১, ১১:৪৯ পিএম

৪৩তম বিসিএস প্রিলিমিনারি (বাছাই) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। এই পরীক্ষায় সাড়ে ৪ লাখ আবেদনকারী থেকে প্রায় সোয়া লাখ প্রার্থী পরীক্ষায় অংশ নেয়নি। এর কারণ হিসেবে জানতে চাইলে শনিবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, অবশ্যই বিসিএস গুরুত্বপূর্ণ পরীক্ষা। এটিকে বাদ দিয়ে প্রার্থীরা অন্য পরীক্ষায় স্বাভাবিকভাবে যেতে চান না। তবে অনেকের কাঙ্ক্ষিত প্রস্তুতি থাকে না। ফলে একটি অংশ এ কারণে আসেন না। প্রতিবারই এমন একটি অংশ থাকেন। পিএসসির সর্বশেষ তথ্যমতে, ৪৩তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন। এর মধ্যে ১ লাখ ২১ হাজার ২৬০ জন শুক্রবার পরীক্ষা দিতে আসেননি। বিসিএসে সংখ্যার হিসাবে সর্বোচ্চ অনুপস্থিতির রেকর্ড এটি। এর আগে ৪১তম বিসিএসে অনুপস্থিত ছিলেন ৯৯ হাজার ৬০৬ জন প্রার্থী। আর ৪০তম বিসিএসে অনুপস্থিত ছিলেন ৮৩ হাজার ৪৩৮ জন। তবে গত শুক্রবার ২৯ অক্টোবর আরও ১৬টি নিয়োগ পরীক্ষা ছিল। অনেকে বিসিএসের কারণে ওসব পরীক্ষায় প্রতিযোগী কম থাকবে ভেবে অংশ নিয়েছেন বলেও ধারণা করা হচ্ছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App