×

খেলা

শ্রীলঙ্কাকে ১৪২ রানে গুটিয়ে দিল দক্ষিণ আফ্রিকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১, ০৫:৪৪ পিএম

শ্রীলঙ্কাকে ১৪২ রানে গুটিয়ে দিল দক্ষিণ আফ্রিকা

৭ রান করে শ্রীলঙ্কার কুশল বোল্ড হন দক্ষিন আফ্রিকার আনরিখ নর্টিয়ের বলে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে শনিবার (৩০ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে বেশ দাপটেই খেলেছে দক্ষিণ আফ্রিকা। এদিন ব্যাট হাতে প্রোটিয়া বোলারদের সামনে শুরুটা ভালো করতে পারেনি লঙ্কান ব্যাটসম্যানরা। ফলে সব উইকেট হারিয়ে ১৪২ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। তবে দলের বিপদেও ব্যাট হাতে ঝড় তুলে পাথুম নিশানকা হাফসেঞ্চুরি পূর্ণ করেন। এদিন আগে ব্যাট করে পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৯ রান করে। কুশল পেরেরা ও পাথুম নিশানকার জুটি ছিল মাত্র ২০ রানের। চতুর্থ ওভারে ৭ রান করে কুশল বোল্ড হন আনরিখ নর্টিয়ের বলে। তারপর দারুণ জুটির আভাস দেন নিশানকা ও চারিথ আসালানকা। কিন্তু ৪১ রানের বেশি যোগ করতে পারেননি তারা দুজন মিলে। নবম ওভারে আসালানকা ডাবলস নিতে গিয়ে রান আউট হন। ডিপ থেকে কাগিসো রাবাদার দারুণ থ্রোয়ে লঙ্কান ব্যাটসম্যান আসার আগেই স্টাম্প ভেঙে দেন উইকেটকিপার কুইন্টন ডি কক। ১৪ বলে ২ চার ও ১ ছয়ে ২১ রান করেন আসালানকা। পরের ওভারে ভানুকা রাজাপাকসা ৩ বল খেলে খালি হাতে ফেরেন তাবরাইজ শামসিকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন। পাথুম নিশানকা ৫৮ বলে ৭২ রান করে আউট হলে আর কেউ ব্যাট হাগত জ্বলে ওঠতে পারেনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালে বড় সংগ্রহ তুলতে ব্যর্থ হয় শ্রীলঙ্কা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App