×

সারাদেশ

ফেরি ডুবির ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে যানবাহন মালিকদের মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১, ০৩:৫৪ পিএম

ফেরি ডুবির ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে যানবাহন মালিকদের মানববন্ধন

শনিবার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। ছবি: ভোরের কাগজ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ৫ নম্বর ঘাট এলাকায় ফেরি ডুবির ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনের মালিকরা ক্ষতিপূরণের দাবিতে একটি  মানববন্ধন ও সমাবেশ করেছেন। শনিবার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে তারা পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় এ মানববন্ধন করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী পটুয়াখালীর ওপেন ট্রাকের মালিক মো.সোয়েব বলেন, ফেরি ডুবিতে আমাদের যে ক্ষতি হয়েছে তা অবর্ণনীয়। সরকার তথা কর্তৃপক্ষের কাছে দাবি আমরা যেন পথে বসে না যাই।

মাগুরা জেলার ট্রাক মালিক হারুন অর রশিদ জানান, ঋণের টাকায় গাড়ি কিনেছি। ফেরি ডুবিতে আমার গাড়ির দশা বেহাল হয়ে গেছে। এ গাড়ি পুনরায় ঠিক করতে কমপক্ষে তিন লাখ টাকার প্রয়োজন। ফেরি কর্তৃপক্ষ যদি আমাদের আর্থিক সহায়তা না করেন তবে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে।

মানিকগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল লতিফ দৈনিক ভোরের কাগজকে জানান, ক্ষতিগ্রস্ত যানবাহন মালিকদের ক্ষতিপূরণের বিষয়ে তদন্ত কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App