×

জাতীয়

দেরিতে লঞ্চ পৌঁছায় বিসিএস দিতে পারেননি শতাধিক শিক্ষার্থী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১, ১০:০১ পিএম

দেরিতে লঞ্চ পৌঁছায় বিসিএস দিতে পারেননি শতাধিক শিক্ষার্থী

প্রতীকি ছবি

বর্তমান সময়ে চাকরির বাজারে সোনার হরিণ ‘বিসিএস’। বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ের টার্গেট থাকে সরকারি চাকরির মাধ্যমে নিশ্চিত জীবন লাভ। রাতভর পড়াশোনার পরেও সরকারি চাকরি না পেয়ে অনেকে হতাশ হয়ে পড়েন। কিন্তু যাত্রাপথে দেরি হওয়ার কারণে বিসিএস পরীক্ষার সুযোগ হাতছাড়া হয়ে গেলে হতাশার পরিমাণ বেশি হয়। এমনই ঘটনা ঘটেছে ভোলা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লঞ্চে। রাজধানীতে সময়মতো না পৌঁছানোর কারণে বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন অনেক পরীক্ষার্থী।

শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। যাত্রাপথে লঞ্চ দেরি করার কারণে ভোলা থেকে আসা লঞ্চের পরীক্ষার্থীরা বিসিএস পরীক্ষা দিতে পারেননি। এ সময় পরীক্ষার্থী লঞ্চের কর্মচারী ও মাস্টারদের বিরুদ্ধে কালক্ষেপণের অভিযোগ করেন। যদিও লঞ্চ কর্তৃপক্ষ বলছে, চরে আটকে পড়া অন্য একটি লঞ্চের যাত্রীদের নিয়ে আসতে গিয়ে দেরি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App