×

খেলা

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১, ০৩:৩৯ পিএম

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে শুক্রবার (২৯ অক্টোবর) কিছুক্ষন পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এদিন শারজাহ ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে টস জিতে আগে সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ।

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে তারুণ্য নির্ভর দল নিয়ে খেলতে গিয়েছে বাংলাদেশ। কিন্তু ১১ জন বাঘা বাঘা ক্রিকেটার নিয়েও বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রথম দুটি ম্যাচ হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এমনকি দুটি ম্যাচে হারায় সেমির আশা অনেকটা ফিকে হয়ে গেছে টাইগারদের। তবে শেষ হয়ে যায়নি। সেমির আশা টিকিয়ে রাখতে হলে শুক্রবার বাংলাদেশকে ক্যারিবিয়ানদের বিপক্ষে জয় তুলে নিতেই হবে। এরপর তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের দিকে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে ভালো কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে জিততে জিততেও শেষ পর্যন্ত হেরে যায়। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে লড়াই করার আভাস দিয়েও বোলিংয়ে কোনো প্রকার প্রতিরোধই গড়তে পারেননি। ফলে ম্যাচে শেষ হাসি হেসেছে ইংলিশরা।

এদিকে সুপার টুয়েলভে বাংলাদেশের মতো ওয়েস্ট ইন্ডিজও কোনো জয় পায়নি। তারা নিজেদের প্রথম ম্যাচে রীতিমতো ইংল্যান্ডের বিপক্ষে বিধ্বস্ত হয়। ওই ম্যাচে মাত্র ৫৫ রানে আউট হয়ে তারা বিশ্বকাপে দ্বিতীয় সর্বনিম্ন রানে হারার লজ্জার রেকর্ড গড়ে। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নরা খেলতে নামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সে ম্যাচটিতেও নিজেদের চিরচেনা রূপ দেখাতে পারেনি ক্রিস গেইলরা। তাই ওয়েস্ট ইন্ডিজও এখন চাইবে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়ে সেমির লড়াইয়ে টিকে থাকতে। তাছাড়া এবার বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সময়টাও ভালো যাচ্ছে না। এ বিষয়টি যদি মাহমুদউল্লাহ-মুশফিকরা কাজে লাগাতে পারে তাহলে আজ সুপার টুয়েলভে প্রথম জয়ের স্বাদ পাবে।

এছাড়া দুদলের পরিসংখ্যান ঘাটলে দেখা যাচ্ছে শক্তির বিচারে উভয়েই সমান। টি-টোয়েন্টি বিশ্বকাপে এ পর্যন্ত মূলপর্বে মাত্র একটি জয় পেয়েছে বাংলাদেশ। সেটি ২০০৭ সালের প্রথম বিশ্বকাপে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। বিশ্বকাপে বাংলাদেশ এরপর ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয়বারের মতো টাইগাররা খেলে ২০১৪ সালে। সেবার বিশ্বকাপ হয়েছিল বাংলাদেশের মাটিতে। কিন্তু দ্বিতীয় দেখায় বাংলাদেশ আর কিছু করতে পারেনি। বিশ্বকাপে দুইবার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ খেলেছে। আর সব মিলিয়ে দুদল ১২ বার একে অপরের বিপক্ষে মুখোমুখি হয়েছে। এই ম্যাচগুলোর মধ্যে ছয়টি ম্যাচে জয় পেয়েছে ক্যারিবিয়ানরা। পাঁচটি ম্যাচে জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাকি একটি ম্যাচ পরিত্যাক্ত হয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App