×

জাতীয়

এ কে খন্দকার আইসিইউতে, দোয়া চাইলেন স্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১, ০৫:১৩ পিএম

এ কে খন্দকার আইসিইউতে, দোয়া চাইলেন স্ত্রী

এ কে খন্দকার

মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকারকে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) তীব্র শ্বাসকষ্টের কারণে রাত ১২টার দিকে তাকে ঢাকায় আনা হয়। বর্তমানে তাকে আইসিইউয়ে নেওয়া হয়েছে।

এ কে খন্দকারের স্ত্রী ফরিদা খন্দকার জানিয়েছেন,এ কে খন্দকারের ফুসফুস ও কিডনিতে ইনফেকশন ধরা পড়েছে। চিকিৎসা চলছে। উনি অনেক অসুস্থ। আপনারা তার জন্য দোয়া করবেন। দেশবাসীর কাছে দোয়া চাই।

মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার সামরিক শাসক জিয়াউর রহমানের শাসনামলে রাষ্ট্রদূতের দায়িত্ব নেন। পরে এইচ এম এরশাদের সামরিক শাসনামলে পরিকল্পনামন্ত্রী হন।

২০০৮ সালে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এ কে খন্দকার। এই সরকারের মন্ত্রিসভায়ও পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালন তিনি। মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য ২০১১ সালে তিনি স্বাধীনতা পদক পেয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App