×

খেলা

উইন্ডিজকে ১৪২ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১, ০৫:৫২ পিএম

উইন্ডিজকে ১৪২ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

উইকেট শিকারের পর সতীর্থদের সঙে উল্লাসে মাতেন মেহেদি হাসান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে শুক্রবার (২৯ অক্টোবর) বিগ হিটারের দল ওয়েষ্ট ইন্ডিজকে হাত খুলে খেলতে দেয়নি টাইগার বোলাররা। এদিন মেহেদি, শরিফুল ও মোস্তাফিজদের বোলিং তোপের সামনে কোমড় সোজা করে দাড়াতেই পারেনি ক্রিস গেইল- এভিন লুইসরা। ফলে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান তুলতে সক্ষম হয় ওয়েষ্ট ইন্ডিজ। এদিন শারজাহ ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। বল হাতে বেশ দাপটেই শুরু করেন মেহেদি হাসান। ফলে ওয়েষ্ট ইন্ডিজের দুই ওপেনার গেইল ও লুইস বেশ সাবধানেই শুরুটা করেন। কিন্তু মোস্তাফিজুর রহমানের প্রথম বলে ক্রিস গেইল রান আউট থেকে বেঁচে যান। ওই ওভারেই ভাঙে ওয়েস্ট ইন্ডিজের ১২ রানের উদ্বোধনী জুটি। ওভারের শেষ বলে স্কয়ার লেগে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দেন লুইস। তিনি ৯ বলে ১ চারে ৬ রান করেন। এরপর ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেনি গেইল। মাত্র ৪ রান করে সাজঘরে ফিরেন তিনি। মেহেদী হাসান তার দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে পান সাফল্য। এরপর মেহেদী হাসান তার তৃতীয় ওভারে ফেরালেন শিমরন হেটমায়ারকে। সপ্তম ওভারের চতুর্থ বলে তাকে ৯ রানে লং অফে সৌম্য সরকারের ক্যাচ বানান এই স্পিনার। এরপর আন্দ্রে রাসেলকে পা দিয়ে রান আউট করেন তাসকিন আহমেদ। নন স্ট্রাইকে কিয়েরন পোলার্ডের জায়গায় নেমেই আউট ক্যারিবিয়ান অলরাউন্ডার। চেজের স্ট্রেট ড্রাইভে বল তাসকিনের পায়ে লেগে স্টাম্পে আঘাত করে। তখন লাইনের বাইরে ছিলেন রাসেল। কোনো বল না খেলেই আউট তিনি। আর ১৬ বলে ৮ রান করে রিটায়ার্ড হাড নেন উইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড। তাসকিন আহমেদের বলে সিঙ্গেল নিয়ে অসুস্থতায় মাঠ ছাড়েন তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালে বড় সংগ্রহ তুলতে ব্যর্থ হয় উইন্ডিজরা। টাইগারদের পক্ষে বল হাতে মেহেদি ও শরিফুল ২টি করে উইকেট শিকার করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App