×

সারাদেশ

আচরণবিধি লঙ্ঘনের জন্য খাগড়াছড়ির প্রার্থীকে জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১, ১০:৪২ পিএম

আচরণবিধি লঙ্ঘনের জন্য খাগড়াছড়ির প্রার্থীকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রামগড়ের কাউন্সিল প্রার্থীর ভোটেরন প্রচারণা। ছবি : ভোরের কাগজ।

খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের কারণে এক কাউন্সিলর প্রার্থীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে ৯ নম্বর ওয়ার্ড রামগড় বাজার মূল ফটকের মোড়ে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব মালো।

এ সময় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন সুলতানকে (সুমন মাস্টার) ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার জানান, রামগড় পৌরসভা নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নের লক্ষে প্রশাসন কাজ করে যাচ্ছে। শুক্রবার এক প্রার্থীকে তোরণ নির্মাণ ও আলোকসজ্জার মাধ্যমে আচারণবিধি লঙ্ঘনের অপরাধে বিধি ১৬ এর ৩১ ধারায় এক প্রাথীকে জরিমানা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App