প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১ , ৯:৪১ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ২৯, ২০২১ , ৯:৪১ অপরাহ্ণ
বাণী কাপুর
বাণী কাপুর একজন ভারতীয় অভিনেত্রী এবং সাবেক মডেল।
বাণী কাপুরের জন্ম ২৩ আগস্ট ১৯৮৮ সালে।
দিল্লীতে জন্মগ্রহণকারী বাণী ইন্দিরা গান্ধী জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ট্যুরিজম স্টাডিসের উপর সম্মান ডিগ্রী অর্জন করেছেন।
বাণী ২০১৩ সালে পরিনীতি চোপড়া এবং সুশান্ত সিং রাজপুত এর সঙ্গে তার প্রথম চলচ্চিত্র শুধ দেশী রোমান্সে অভিনয় করেন।
৫৯ তম ফিল্মফেয়ার পুরস্কারে বাণী শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।
তিনি তামিল চলচ্চিত্র আহা কল্যাণম এ অভিনয় করেন, যা ব্যবসায়িকভাবে সফল হয়।
২০১৬ সালে বানী অভিনীত চলচ্চিত্র বেফিকরে মুক্তি পায়।
কাপুরের পিতা একজন কাঠ রপ্তানী ব্যবসায়ী এবং মাতা শিক্ষিকা থেকে মার্কেটিং এক্সিকিউটিভ হন।
বাণী দিল্লীর অশোক বিহারের মাতা জ্যায় কর পাবলিক স্কুল এ পড়েছেন।
পরে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে পড়েন, এখান থেকে তিনি ট্যুরিজম স্টাডিস বিষয়ে ব্যাচেলর ডিগ্রী পাশ করেন।
এরপর বাণী জয়পুরে ওবেরয় হোটেল এন্ড রিসোর্টস এ ইন্টার্ন করেন এবং আইটিসি হোটেলে কাজ করেন।
বাণী পরে যশ রাজ ফিল্মসের সঙ্গে তিনটি ফিল্ম ডিল স্বাক্ষর করেন।
তিনি এলিট মডেল ম্যানেজমেন্টে মডেলিং এর জন্য যান।
শুধ দেসী রোমান্স নামে ২০১৩ সালে একটি হিন্দি চলচ্চিত্র মুক্তি পায় এবং বাণী অডিশনের মাধ্যমে টিকে যান চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য, তিনি সুশান্ত সিং রাজপুত এবং পরিনীতি চোপড়া এর সঙ্গে সহশিল্পী হিসেবে অভিনয় করেন।
চলচ্চিত্রটিতে বিয়ে ছাড়াই এক্ত্রবাসের বিষয় দেখানো হয় এবং চলচ্চিত্র-সমালোচকদের দ্বারা চলচ্চিত্রটি পজিটিভ রিভিউ পায় আর বাণীর চরিত্র তারা ভালোই প্রশংসিত হয়।
৫৯তম ফিল্মফেয়ার পুরস্কার ২০১৪এ বাণী সেরা নবাগতার পুরস্কার জয় করেছিলেন।
এসএইচ
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।