×

জাতীয়

স্কুলশিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু ১ নভেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ০১:৫৯ পিএম

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, আগামী ১ নভেম্বর থেকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া হবে স্কুলশিক্ষার্থীদের। প্রথমে দেওয়া হবে ঢাকার ১২টি কেন্দ্রে। তারপর পর্যায়ক্রমে সারা দেশে স্কুলশিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া হবে। প্রতিদিন ৪০ হাজার শিক্ষার্থী টিকা পাবেন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রথমে ঢাকার ১২টি শীতাতপনিয়ন্ত্রিত কেন্দ্রে শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হবে। এ ছাড়া প্রতিটি জেলায় শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে।

এর আগে মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে ১২ থেকে ১৭ বছর বয়সী ১২০ এছাড়া টিকা  দেয়া হয়েছিল। তারা সুস্থ আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটি আরও জানায়, খুব শিগগিরই শিশুদের টিকা দেওয়া শুরু হবে। ওই শিক্ষার্থীদের কারও কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। আমরা তাদের পর্যবেক্ষণে রেখেছি।

দেশে কোভিড-১৯ টিকা প্রয়োগ শুরুর আট মাস পর স্কুল শিক্ষার্থীদের পরীক্ষামূলক টিকা দেওয়া হয়। এসব শিক্ষার্থীকে পর্যবেক্ষণে রাখার পর সারাদশে টিকাদান কার্যক্রম শুরু করার কথা বলেন স্বাস্থ্য বিভাগ।

গতকাল বুধবার স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রম এক সপ্তাহের মধ্যেই শুরু হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  তিনি বলেন, খুব শিগগিরই স্কুলে টিকার কার্যক্রম শুরু হবে। এখন রেজিস্ট্রেশনের কাজ চলমান আছে।

গণটিকাদান কর্মসূচিতে ৮০ লাখ মানুষকে প্রথম ডোজ দেওয়া হয়েছিল। আজ বৃহস্পতিবার তাঁদের দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে। এ কর্মসূচিতে গত ২৮ সেপ্টেম্বর ৮০ লাখ মানুষকে একসঙ্গে টিকা দেওয়ার কথা ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা তখন বলেন, ২৮ ও ২৯ সেপ্টেম্বর তাঁরা ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ জনকে প্রথম ডোজ টিকা দিতে পেরেছিলেন। বৃহস্পতিবারের কর্মসূচি ঠিকভাবে পালিত হলে প্রায় তিন কোটি মানুষ পূর্ণ দুই ডোজ টিকার আওতায় আসবেন। এর মাধ্যমে দেশের ১৭ শতাংশ মানুষ দুই ডোজ টিকা পাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App