×

মুক্তচিন্তা

ভিন্ন ধর্মের প্রতি সহনশীলতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ১২:৩৩ এএম

ভিন্ন ধর্মের প্রতি সহনশীলতা

বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার একটি দেশ। এ দেশে রয়েছে বহু জাতি, বর্ণের আর ভিন্ন ধর্মের মতাদর্শের মানুষের বসবাস। সেই প্রাচীনকাল থেকেই একে অপরের সঙ্গে সম্প্রতি বজায় রেখে, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এসব মানুষ সামাজিকভাবে বসবাস করে আসছে। কিন্তু সাম্প্রতিক তাদের এ মেলবন্ধনের মধ্যে কিছুটা ভাটা পড়েছে। স্বার্থান্বেষী কিছু মানুষের স্বার্থ উদ্ধারের জন্য এসব বর্ণের, সম্প্রদায়ের মধ্যে কিছুটা দূরত্ব সৃষ্টি হতে চলেছে। যার প্রকৃত উদ্দেশ্যই হলো ধর্মে-ধর্মে, বর্ণে-বর্ণে অরাজকতা সৃষ্টি করে অস্থিতিশীল একটি পরিস্থিতি তৈরি করা। আমাদের সমাজে বা পরিবারের বয়স্ক মানুষগুলোর দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন, তাদের মধ্যে ভিন্ন ধর্মের, মতের প্রতি ভক্তি বা শ্রদ্ধাশীলতা একটি রীতিনীতি ছিল। যেটা বর্তমান প্রজন্মের মধ্যে কিছুটা ঘাটতি থেকেই যাচ্ছে। দেখা গেছে, এখনকার ছেলেমেয়েরা অন্যের বক্তব্য বা ধ্যান-ধারণার প্রতি আগেকার মানুষের মতো সম্মান প্রদর্শন করে না। কোনো কোনো ক্ষেত্রে নিজের চিন্তাচেতনা ভুল থাকলেও তারা কোনোভাবেই অন্য মতাদর্শকে সমর্থন করতে চায় না। যার প্রভাব বর্তমানে বেশ পরিলক্ষিত হচ্ছে। এজন্য আমাদের উচিত সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় পরবর্তী প্রজন্মকে প্রকৃত ধর্মীয় শিক্ষা এবং এদেশের অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করা। আর এ কার্যক্রমে সব থেকে বেশি ভূমিকা রাখতে হবে পরিবার এবং আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানকে।

রিয়াদ হোসেন : শিক্ষার্থী, সরকারি বিএল কলেজ, খুলনা। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App