×

জাতীয়

ধানমন্ডি লেকে আমিন মোহাম্মদসহ অবৈধ ১১ স্থাপনা উচ্ছেদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ০৯:৪৪ পিএম

ধানমন্ডি লেকে আমিন মোহাম্মদসহ অবৈধ ১১ স্থাপনা উচ্ছেদ

বৃহস্পতিবার ধানমন্ডি লেকে উচ্ছেদ কার্যক্রম চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ছবি : ভোরের কাগজ

ধানমন্ডি লেকে পরিবেশগত উন্নয়ন ও ওয়াক ওয়ে নির্মাণের লক্ষ্যে টানা দ্বিতীয় দিন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান ও তানজিলা কবির ত্রপার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

দ্বিতীয় দিনের অভিযানে ১৫/এ রোডের ৫১ নম্বর হোল্ডিং সংবলিত আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডের একটি নির্মাণাধীন স্থাপনাসহ ৯টি স্থাপনার অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদ করেছে দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

উচ্ছেদ অভিযান প্রসঙ্গে দক্ষিণ সিটির সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ধানমন্ডি লেকের ৩২/এ থেকে ২৭ নম্বরের সাম্পান পর্যন্ত ওয়াক ওয়ে নির্মাণের লক্ষ্যে বৃহস্পতিবার আমরা দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করেছি। অভিযানে অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদের ফলে এখন ওয়াক ওয়ে নির্মাণের পথ দৃশ্যমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App