×

খেলা

জিমন্যাস্টিকসে উজবেকিস্তানের আধিপত্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ১০:৫১ পিএম

জিমন্যাস্টিকসে উজবেকিস্তানের আধিপত্য

বঙ্গবন্ধু পঞ্চম সেন্ট্রাল সাউথ এশিয়ান জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার প্রথম দিনে নারীদের অল অ্যারাউন্ড ইভেন্টের দলগত স্বর্ণপদক জিতেছে উজবেকিস্তান।

জমে উঠেছে বঙ্গবন্ধু পঞ্চম সেন্ট্রাল সাউথ এশিয়ান জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) প্রথম দিনে মহিলাদের অল অ্যারাউন্ড ইভেন্টের দলগত স্বর্ণপদক জিতেছে উজবেকিস্তান। তাদের মেয়েরা বেশ দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেছেন। বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের আয়োজনে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ভল্ট, আনইভেন বারস, বিম ও ফ্লোর মিলিয়ে ১৮৯.৫৫ স্কোর গড়েন উজবেকিস্তানের চার প্রতিযোগী আরিপোভা দিলদোরা, খালিলোভা আমিনা খান, জুমাবোকাভা গুলনাজ ও মিরোশনিচেঙ্কো আনাস্তাসিয়া। একই ইভেন্টে ৪৮.৭৫ স্কোর গড়ে ব্যক্তিগত স্বর্ণ জিতেছেন উজবেকিস্তানের মিরোশনিচেঙ্কো আনাস্তাসিয়া, ৪৭.৮০ স্কোর গড়ে একই দলের খালিলোভা আমিনা খান রৌপ্য এবং ৪১.৮৫ স্কোর গড়ে ভারতের কারিশমা ব্রোঞ্জপদক লাভ করেন।

এ ছাড়া ১৬৩.৬০ স্কোর গড়ে রৌপ্য জিতেছে ভারত এবং ১০৯.৫৫ স্কোর গড়ে ব্রোঞ্জ জিতেছে শ্রীলঙ্কা।

এদিন বিকালে দুই ইভেন্টে পদকজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ২০১৬ রিও অলিম্পিকে রিদমিক জিমন্যাস্টিকসে স্বর্ণজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত জিমন্যাস্ট মার্গারিটা মামুন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু এবং এশিয়ান জিমন্যাস্টিকস ইউনিয়নের উইমেনস উইংয়ের পরিচালক রাদে কিজিলগান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App