×

মুক্তচিন্তা

ক্রিকেটারদের নিয়ে ট্রল বন্ধ হবে কবে?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ১২:৩৬ এএম

ক্রিকেটারদের নিয়ে ট্রল বন্ধ হবে কবে?

২৪ অক্টোবর থেকে শুরু হয়েছে ক্রিকেটের নাতিদীর্ঘ সময়ের জমজমাট আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের টুর্নামেন্টে বাংলাদেশ গ্রুপ ১-এর দলগুলোর বিপক্ষে খেলছে। বাংলাদেশ ব্যতীত গ্রুপ ১-এর অন্য দলগুলো হলো যথাক্রমে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা। টুর্নামেন্টের একটি ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছে। যেখানে বাংলাদেশকে পরাজয়ের স্বাদ বরণ করতে হয়েছে। আর এ নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। প্রতিবারই দেখা যায় বাংলাদেশ ক্রিকেট দল যে কোনো দলের বিপক্ষে কোনো ম্যাচে পরাজিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের ট্রলের শিকার হতে হয়। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পর তার ব্যতিক্রম হয়নি। অনেকেই পরপর দুটি ক্যাচ মিস করার কারণে এক ক্রিকেটারকে গালাগাল পর্যন্ত করেছে। যা অনভিপ্রেত। এ ধরনের উচ্ছৃঙ্খল আচরণ কখনোই প্রত্যাশার নয়। একজন ক্রিকেটার চায় তার সর্বোচ্চটুকু দিয়ে ম্যাচে পারফরম্যান্স করতে। কিন্তু মাঝেমধ্যে ম্যাচে কিছু ভুল বা ব্যাটিং, ফিল্ডিং কিংবা বোলিং খারাপ হতেই পারে। এতে দোষের কিছু নেই। পূর্ববর্তী ম্যাচের ভুল-ত্রæটি সংশোধন করে একজন ক্রিকেটার পরবর্তী ম্যাচে ভালো করবে সেটাই আমাদের সবার প্রত্যাশা। গালাগাল করা যা কোনো মানুষের অথবা ক্রিকেটারের ব্যক্তিস্বাধীনতার আঘাতের শামিল। ক্রিকেটাররা ভালো পারফরম্যান্স করে ম্যাচে জয়ী হলে যেমন আমরা আনন্দ অনুভব করি তেমনি পরাজিত হলেও আমাদের সহনশীল হতে হবে। দিনশেষে মনে রাখতে হবে আমরা সবাই মানুষ। আর কোনো মানুষই ভুল-ত্রæটির ঊর্ধ্বে নয়। তাই আসুন ক্রিকেটারদের নিয়ে ট্রল বন্ধ করি।

ফজলে রাব্বি : শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App