×

সারাদেশ

ইঞ্জিন বিকল: ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ০৮:৪৮ পিএম

ইঞ্জিন বিকল: ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশন এলাকা। বৃহস্পতিবার সন্ধ্যায় এখানে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ছবি : ভোরের কাগজ।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলন্ত অবস্থায় মালবাহী ট্রেনের বিকল ইঞ্জিন বিকল হয়ে গেছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সোয়া ছয়টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সন্ধ্যা সাড়ে সাতটায় আখাউড়া রেলস্টেশন সুপার কামরুল হাসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী (আপ-৬০১) ট্রেনটি সন্ধ্যা সোয়া ছয়টার দিকে কসবা রেল স্টেশন এলাকায় পৌছলে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ঘটনার পরই ঢাকাগামী মহানগর গোধুলী মন্দবাগ রেলওয়ে স্টেশন, চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ও নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়ে। আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজারুল করিম বলেন একটি লোকোমোটিভ গিয়ে ট্রেনটিকে নিয়ে আসার কথা রয়েছে।রাত নয়টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে ধারণা পাওয়া যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App