×

সারাদেশ

সিরাজগঞ্জে পুলিশ-যুবদল সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৩৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১, ০৫:১১ পিএম

সিরাজগঞ্জ যুবদলের সঙ্গে পুলিশের সংঘর্ষ উভয়পক্ষে ৩৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক লাঠিচার্জ ছাড়াও ৩০ রাউন্ড শট গানের গুলি ছাড়ে পুলিশ। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ বলেন, দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য জেলা বিএনপি অফিসে কর্মীরা সমবেত হন। এ সময় পুলিশ এসে অফিসের সামনে নির্মিত গেট খুলতে বলে । তখন শুরু হয় বাকবিতণ্ডা। এ সময় পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করে । আমরা বাধ্য হয়ে প্রতিরোধের চেষ্টা করলে সংঘর্ষ বাধে । এক পর্যায়ে পুলিশ শর্টগান দিয়ে আমাদের দিকে গুলি ছোড়ে । আমরা পালিয়ে যাই। এ সময় আমাদের টিটু, সুমনা, রুবেল, স্বপনসহ ৩৫ জন কর্মী আহত হন। এরমধ্যে ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিতে গুরুত্বর আহত মতিকে ঢাকা পাঠানো হয়েছে। গুলিতে আহত সহ-দপ্তর সম্পাদক মুসা, পিয়াসসহ অন্য ৪ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে পালিয়ে আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও শহরে উত্তেজনা বিরাজ করছে।

সিরাজগঞ্জ সদর থানা ওসি বলেন, আমরা নিরাপদ দূরত্বে ছিলাম। সভা চলার এক পর্যায়ে যুবদল কর্মীরা আমাদের ওপর হামলা চালান। তারা আমাদের দিকে ঢিল ছুড়তে থাকেন। এতে আমাদের এস আই সাইফুল ইসলামসহ ৩ জন আহত হন। এক পর্যায়ে আমরা লাঠিচার্জ ছাড়াও শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।

ওসি আরও বলেন, ইটের আঘাতে গুরুতর আহত এস আই সাইফুল ইসলাম ও সিপাহী বদরুদ্দোজাসহ ৩ জনকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App