×

খেলা

বাংলাদেশ-ইংল্যান্ড লড়াই হবে সেয়ানে সেয়ানে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১, ০৯:২৬ এএম

বাংলাদেশ-ইংল্যান্ড লড়াই হবে সেয়ানে সেয়ানে

অলক কাপালি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দারুণ সূচনা করেছে ইংল্যান্ড। এবার সেই ইংল্যান্ডের মোকাবিলা করবে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে যে ভুলগুলো হয়েছে, তা শুধরে আজ নতুন উদ্যমে শুরু করতে হবে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনীকে। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে থাকলেও শক্তির বিচারে পিছিয়ে নেই লাল-সবুজের প্রতিনিধিরাও। বিশ্বকাপে ইংল্যান্ডকে পেলে টাইগাররা ভয়ংকর হয়ে ওঠে। যদিও এ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে একবারও মুখোমুখি হয়নি বাংলাদেশ-ইংল্যান্ড।

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ইংলিশদের সঙ্গে টেক্কা দিয়েছে খুব ভালোভাবেই। এখন পর্যন্ত চারটি বিশ্বকাপে মুখোমুখি হয়ে দুটিতে জিতেছে, আর হেরেছে দুটিতে। এর মধ্যে ২০০৭ সালে প্রথম দেখায় বাংলাদেশ হারে ৪ উইকেটের ব্যবধানে। এরপর টানা দুই আসরে জয় তুলে নেয় টাইগাররা। ২০১১ সালে ঘরের মাটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২ উইকেটের জয় পায় বাংলাদেশ। এরপর ২০১৫ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ইংলিশদের ১৫ রানে হারায় টাইগাররা। তবে সর্বশেষ ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে ১০৬ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। হারবেইবা না কেন, ইংলিশদের ওই দলই ২০১৯ বিশ্বকাপের শিরোপা জিতে নেয়।

এবার বিশ্বকাপে ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচে উইন্ডিজকে হারিয়েছে স্পিন ঘূর্ণিতে। আদিল রশিদ ও মঈন আলীর বল খেলতেই পারেনি ক্যারিবিয়ানরা। আজকের ম্যাচে স্পিন বিভাগে বাংলাদেশ ইংল্যান্ডের চেয়ে এগিয়ে। টাইগার স্কোয়াড়ে সাকিব আল হাসান, নাসুম আহমেদ ও মেহেদী হাসানের মতো দুর্দান্ত ঘূর্ণি বোলাররা রয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে শুরুতেই ব্রেক থ্রো এনে দেন নাসুম আহমেদ। সাকিব আল হাসান দারুণ ফর্মে রয়েছেন। আর মেহেদী হাসান ইংলিশদের কঠিন পরীক্ষায় ফেলতে পারেন। তবে পেস অ্যাটাকে ইংলিশরা টাইগারদের চেয়ে এগিয়ে। ওদের দলে দুই-তিনজন বিশ্বমানের পেসার রয়েছে। আমাদের মোস্তাফিজ আজ জ্বলে উঠলে ইংল্যান্ডকে স্বল্প রানে আটকানো সহজ হবে। সাইফ উদ্দিন আগের ম্যাচগুলোতে ভালো বল করেছে। ইংলিশ ব্যাটসম্যানদের বিপদে ফেলার ক্ষমতা রয়েছে তার।

ইংলিশ স্কোয়াড়ে যেমন অভিজ্ঞ ব্যাটসম্যান রয়েছে, তেমনি টাইগার স্কোয়াড়েও রয়েছে। মুশফিক শ্রীলঙ্কার বিপক্ষে হাফসেঞ্চুরি হাঁকিয়ে ছন্দে ফিরেছেন। সাকিব ও মাহমুদউল্লাহও ফর্মে আছেন। এ তিন অভিজ্ঞ টাইগার ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সব দিক বিচার-বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এবার লড়াই হবে সেয়ানে সেয়ানে। বাংলাদেশের ব্যাটসম্যানরা শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ রান করেছেন। অন্যদিকে উইন্ডিজের ৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে ইংলিশরা। আবুধাবির উইকেট যদি স্পিন সহায়ক হয়, সেক্ষেত্রে ইংলিশদের চেপে ধরার সুযোগ থাকবে বাংলাদেশ দলের। দিনের প্রথম ম্যাচে টস কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে এ ম্যাচ। আগে ব্যাট করে ইংল্যান্ড যে রান করবে, তা চেজ করার ক্ষমতা রয়েছে মাহমুদউল্লাহদের।

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ শেষে মাঠে নামবে নামিবিয়া ও স্কটল্যান্ড। এ ম্যাচে দুই দলের জয়ের সম্ভাবনা ১৯-২০। আফগানিস্তানের বিপক্ষে ৬০ রানে গুটিয়ে যাওয়া স্কটিশরা আজ ঘুরে দাঁড়াতে চাইবে। বিশ্বকাপের মূল পর্বে জয় তুলে নিতে জোর লড়াই চালাবে দেশ দুটি। আফগানদের বিপক্ষে স্পিনের ঘায়েল হওয়া স্কটল্যান্ড নামিবিয়ার চেয়ে অভিজ্ঞতায় এগিয়ে। তাদের বেশ কয়েকজন ক্রিকেটার কাউন্টি লিগে খেলেন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার লিগে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন নামিবিয়া দলে। তাই ম্যাচটি বেশ জমজমাট হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App