×

আন্তর্জাতিক

জাতিসংঘে যোগ দেওয়ার অধিকার নেই তাইওয়ানের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১, ০৯:১৩ পিএম

জাতিসংঘে যোগ দেওয়ার অধিকার নেই তাইওয়ানের

প্রতীকি ছবি

তাইওয়ানের জাতিসংঘে যোগ দেওয়ার কোনো অধিকার নেই। বুধবার (২৭ অক্টোবর) বেইজিং কতৃপক্ষ এ কথা বলেছে। এর আগে তাইওয়ানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে জাতিসংঘে যোগ দেওয়ার ব্যাপারে আলোচনা করেন। খবর আল জাজিরার

জবাবে তাইওয়ান বলেছে, চীনের সাথে অস্ত্র প্রতিযোগিতায় নামতে চায় না তারা। তবে তারা আত্মরক্ষা করবে এবং চাপের কাছে নতি স্বীকার করবে না।

কয়েক বছর ধরে গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে নিজেদের বলে দাবি করে আসছে চীন। একে কেন্দ্র করে চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। চীনা সার্বভৌমত্ব মেনে নিতে তাইওয়ানের ওপর সামরিক ও রাজনৈতিক চাপও বাড়াচ্ছে। বার বার দেশটিতে যুদ্ধবিমান পাঠাচ্ছে বেইজিং কতৃপক্ষ। যার ফলে ওই অঞ্চল নিয়ে উদ্বেগ বাড়ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App