×

খেলা

এটাই কি বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সেরা ক্যাচ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১, ১০:৩৭ এএম

এটাই কি বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সেরা ক্যাচ

দুরন্ত ক্যাচ কনওয়ের

অবিশ্বাস্য বললেও কম বলা হবে। একঝলক দেখেই ধারাভাষ্যকারদের দাবি, শুধু চলটি টি-২০ বিশ্বকাপের নয়, বরং সর্বকালের অন্যতম সেরা ক্যাচ এটি। শারজায় পাকিস্তান বনাম নিউজল্যান্ড ম্যাচে মোহাম্মদ হাফিজের যে ক্যাচটি ধরেন ডেভন কনওয়ে, সেটিকে বর্ণনা করার জন্য যথাযথ বিশেষণ খুঁজে পাওয়া মুশকিল। খবর হিন্দুস্তান টাইমস।

পাকিস্তান ইনিংসের ১০.৬ ওভারে মিচেল স্যান্টনারের বল স্টেপ-আউট করে অফসাইডে তুলে মারেন হাফিজ। এমনটা নয় যে, বাউন্ডারি লাইনে বলের গতিপথে ফিল্ডার উপস্থিত ছিলেন। বরং গ্যাপ দেখেই শট খেলেছিলেন হাফিজ। তবে কনওয়ে নিজের বাঁ-দিকে অনেকটা দৌড়ে গিয়ে শূন্য শরীর ছুঁড়ে দেন এবং বল তালুবন্দি করেন।

হাফিজকে ব্যক্তিগত ১১ রানের মাথায় সাজঘরে ফিরতে হয়। যদিও ম্যাচে হার এড়াতে পারেনি নিউজিল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কেন উইলিয়ামসনরা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩৪ রান তোলে। কেন উইলিয়ামসন ২৫, ডারিল মিচেল ২৭, ডেভন কনওয়ে ২৭ ও মার্টিন গাপ্তিল ১৭ রান করেন। ২২ রানে ৪ উইকেট নেন হ্যারিস রউফ।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৮.৪ ওভারে ৫ উইকেটে বিনিময়ে ১৩৫ রান তুলে ম্যাচ জিতে যায়। মোহাম্মদ রিজওয়ান ৩৩, শোয়েব মালিক অপরাজিত ২৬ ও আসিফ আলি অপরাজিত ২৭ রান করেন। ২৮ রানে ২টি উইকেট নেন ইশ সোধি।

 
View this post on Instagram
 

A post shared by ICC (@icc)

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App