×

ক্রিকেট

ইংল্যান্ডকে ১২৫ রানের মামুলি টার্গেট দিল বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১, ০৫:৪৬ পিএম

ইংল্যান্ডকে ১২৫ রানের মামুলি টার্গেট দিল বাংলাদেশ

আবুদাবিতে বুধবার ইংল্যান্ডের বিপক্ষে ৩০ বলে ২৯ রান করার পথে বাউন্ডারি হাকান মুশফিকুর রহিম।

 টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টয়েলভ ম্যাচে বুধবার (২৭ অক্টোবর) ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে কোন দাপট দেখাতে পারেনি লিটন,সাকিব ও মুশফিকরা। ফলে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশে ১২৪রান তুলতে সক্ষম হয়। ইংলিশদের জিততে হলে ১২৫ রান করতে হবে।

এদিন আবুদাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাহমুদউল্লাহ। কিন্তু ব্যাট হাতে দুই ওপেনার লিটন ও নাইম ভালো শুরু করতে পারেনি। এমনকি দলীয় ১৪ রানে হোচট খায় টাইগাররা। আগের ওভারের শেষ দুই বলে লিটন দাস টানা চার মারেন মঈন আলীকে। কিন্তু পরের ওভারে ইংল্যান্ড স্পিনারের খেলা প্রথম বলেই আউট হন তিনি। ৮ বলে ৯ রান করেন লিটন। পরের বলে বাজে ক্রিকেট খেলে মিড অনে ক্রিস ওকসের সহজ ক্যাচ হন নাঈম। ৭ বলে ৫ রান করেন এই ওপেনার। দুই ওপেনার দ্রুত বিদায় নেয়ার পর দায়িত্বশীল ব্যাটিং প্রত্যাশা করা হচ্ছিল সাকিব আল হাসানের কাছ থেকে। কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডার পারলেন না নিজের কাজটা করতে। মাত্র ৭ বল খেলে ৪ রানে আউট তিনি। ক্রিস ওকসের বলে শর্ট ফাইনে আদিল রশিদের দুর্দান্ত ক্যাচ হন সাকিব। এরপর মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্ট করে বাংলাদেশ।

কিন্তু মুশফিক রিভার্স সুইপ করতে গিয়ে লিয়াম লিভিংস্টোনের বল তার প্যাডে লাগে। আম্পায়ার তার আপিলে সাড়া দেননি। রিভিউ নেয় ইংল্যান্ড। তারাই জিতেছে। এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরেন মুশফিক। তিনি ৩০ বলে ৩ চারে ২৯ রান করেন। এরপর তাড়াহুড়ো করে খেলতে গিয়ে আউট হন আফিফ। লিয়াম লিভিংস্টোনের বলটি বৃত্তের মধ্যে পাঠিয়েই মাহমুদউল্লাহ সিঙ্গেল নিলেন। টাইমাল মিলস নন স্ট্রাইক এন্ডে থ্রো করতে গিয়েও করলেন না। জস বাটলারের দিকে পাঠালেন। কিন্তু ততক্ষণে আফিফ দ্বিতীয় রান নিবেন কি না বুঝলেন না। তবে রান নিতে যাওয়ার সময় মাহমুদউল্লাহ নো কল করলেন। তাতেই দ্বিধান্বিত আফিফ ক্রিজের বাইরে গেলেন এবং বাটলার রান আউট করেন। এরপর ভালো খেলার আভাস দিচ্ছিলেন মামাহমুদউল্লাহ। কিন্তু তিনিও দায়িত্ব নিতে পারলেন না। ১৯ রান করে লিভিংস্টোনের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্রিস ওকসের হাতে ক্যাচ তুলে দেন। ২৪ বলে ১ চারে ১৯ রান করেন বাংলাদেশ অধিনায়ক। রিয়াদের বিদায়ের পর তাড়াহুড়ো করে খেলতে গিয়ে ১১ রান করে আউট হন মেহেদি। এরপর নুরুল হাসান ও নাসুম আহমেদ ঝড়ো গতিতে রান তোলার চেষ্টা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App