ভূস্বর্গ কাশ্মিরে প্রথমবারের মতো প্রেমময়ী অবস্থায় দেখা গেল ভারতের জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্ত ও অভিনেত্রী নুসরাত জাহানকে। যেন তারা কাশ্মিরে একসঙ্গে ভালোবাসা উদযাপন করলেন। বুধবার (২৭ অক্টোবর) ইনস্টাগ্রামে যশ ও নুসরাতের একে অপরের হাতে হাত রাখার একটি ভিডিও প্রকাশ হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার
ভিডিওর ক্যাপশনে লেখা আছে- দুজনে। এর ব্যাকগ্রাউন্ড মিউজিক হলো আমির খান-কাজলের ‘ফানা’ সিনেমার ‘মেরে হাত মে’ শীর্ষক গান। ইতোমধ্যে ওই ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক হইচই শুরু হয় ইনস্টাগ্রামে। পরবর্তীতে ইনস্টাগ্রামের ওই পেজে ক্লিক করা হলে ভিডিওটি পাওয়া যায়নি।
সম্প্রতি এনা সাহা ও যশ দাশগুপ্ত অভিনীত এবং শিলাদিত্য মৌলিক পরিচালিত সিনেমা ‘চিনে বাদাম’-এর গানের শ্যুটিং শুরু হয়েছে কাশ্মীরে। কিন্তু ভূস্বর্গে বেড়াতে যাওয়ার এমন সুযোগ পেয়ে নুসরাতকেও সঙ্গে নিয়েছেন যশ। কয়েকদিন ধরেই ইনস্টাগ্রামে সরব আছেন তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।