×

জাতীয়

ফের চালু হলো ই-রিটার্ন সাবমিশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ১২:৩৪ পিএম

নানা জটিলতায় কাটিয়ে ফের চালু হলো অনলাইনে রিটার্ন জমা। এবার করদাতারা ঘরে বসেই অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। করোনার কারণে এবারও আয়কর মেলা হচ্ছে না। এর বিকল্প হিসেবে কর অঞ্চলগুলোতে মাসব্যাপী করমেলার মতো পরিবেশ তৈরি করা হবে বলে জানিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আবু হেনা মো. রহমাতুল মুনিম।

মঙ্গলবার (২৬ অক্টোবর) এনিবআরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন এনবিআরের কর নীতির সদস্য মো. আলমগীর হোসেন, ভ্যাট নীতির সদস্য মাসুদ সাদিকসহ এনবিআরের উর্ধ্বতন কর্মকর্তারা।

এনবিআর চেয়ারম্যান বলেন, এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সুবিধার্থে বাংলাদেশ সচিবালয়ে একটি বিশেষ বুথ স্থাপন করা হবে। এছাড়া সেনানিবাসে থাকবে আরেকটি বিশেষ বুথ। আগামী ২৪ নভেম্বর সর্বোচ্চ ১৪১ জন করদাতাকে ট্যাক্স কার্ড দেওয়া হবে। এছাড়া সিটি করপোরেশনের ৫২৫ জনসহ মোট ৬৬৬ জন করদাতাকে সম্মাননা দেওয়া হবে।

করজাল বাড়ানোর বিষয়ে এনবিআর চেয়ারম্যান আরও বলেন, গত অর্থবছরের তুলনায় ইটিআইএনের প্রবৃদ্ধি ২৬ শতাংশ। আজ পর্যন্ত সারাদেশে ৬৭ লাখ ৯২ হাজার ২১৯ জন করদাতা ইটিআইএন রেজিস্ট্রেশন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App