×

জাতীয়

গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ: আহ্বায়ক রেজা, সচিব ভিপি নুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ০১:১৯ পিএম

গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ: আহ্বায়ক রেজা, সচিব ভিপি নুর

বাংলাদেশ গণ অধিকার পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু। ছবি : সংগৃহীত।

গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ: আহ্বায়ক রেজা, সচিব ভিপি নুর

বাংলাদেশ গণ অধিকার পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু। ছবি : সংগৃহীত।

গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ: আহ্বায়ক রেজা, সচিব ভিপি নুর

বাংলাদেশ গণ অধিকার পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রেজা কিবরিয়া। ছবি : ভোরের কাগজ।

বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি দলের আত্মপ্রকাশ হয়েছে। গণ অধিকার পরিষদ নামের এ দলের আহ্বায়ক হয়েছেন রেজা কিবরিয়া ও সদস্য সচিব হয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক।

রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ওই নতুন দলের ঘোষণা করা হয়। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সেখানে আমন্ত্রিত হয়েছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে নতুন দলের ব্যাপারে ড. রেজা কিবরিয়া বলেছিলেন, এ নিয়ে আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ইতিবাচক জবাব পেয়েছি। তরুণ ও যুবক শ্রেণিকে প্রাধান্য দিয়ে আমরা নতুন নেতৃত্ব আনা হবে। দল ঘোষণার আগেই চট্টগ্রামে আমাদের ৯ নেতার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এটা দুঃখজনক।

ডাকসুর সাবেক ভিপি নূর বলেন, ৩০ সেপ্টেম্বর আমাদের দল ঘোষণার কথা থাকলেও জটিলতার কারণে সেটি সম্ভব হয়নি। পরে আমরা ২০ অক্টোবর দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান করার পরিকল্পনা করি। প্রশাসনিক জটিলতায় অনুষ্ঠানের ভেন্যুর (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন) অনুমতি না পাওয়ায় পরে তাও পরিবর্তন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App