×

খেলা

উইন্ডিজকে ১৪৩ রানে গুটিয়ে দিল প্রোটিয়ারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ০৬:০০ পিএম

উইন্ডিজকে ১৪৩ রানে গুটিয়ে দিল প্রোটিয়ারা

প্রোটিয়াদের বিপক্ষে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি ক্রিস গেইল। তিনি ১২ বলে ১২ রান করে আউট হন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের নিজদের দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে দাপট দেখাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার (২৬ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ উইকেটে ১৪৩ রান করেছে উইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। এদিন টস হেরে আগে ফিল্ডিং নিয়েছে প্রোটিয়ারা। তবে ব্যাট হাতে নিজেদের শুরুটা অবশ্য দেখেশুনেই করে উইন্ডিজ দল। ম্যাচের বয়স বাড়ার সঙ্গে হাত খুলে খেলতে থাকেন লুইন। তবে অন্তপ্রান্তে টেস্ট মেজাজে ব্যাট করতে থাকেন আরেক ওপেনার লেন্ডন সিমন্স। পাওয়ার-প্লের ৬ ওভারে কোন উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে ৪৩ রান তোলেন লুইস-সিমন্স। ইনিংসের দশম ওভারে প্রোটিয়া স্পিনার শামসিকে ছক্কা হাঁকিয়ে ফিফটি তুলে নেন লুইস। তার অর্ধশতক আসে মাত্র ৩২ বলে। তবে ইনিংসটিকে আর বেশিদূর টানতে পারলেন না লুইস। কেশভ মাহারাজের বলে আউট হন ৫৬ রান করে। ৩৫ বলের ইনিংসটি সাজান ৩টি চার ও ৬টি ছয়ের মারে। লুইস যেখানে ঝড়ো ব্যাটিং করেন, সেখানে টেস্ট সূলভ ব্যাটিং করেন সিমন্স। ইনিংসের ১৪তম ওভারে রাবাদার বলে বোল্ড হন ৩৫ বলে মাত্র ১৬ রান করে। তার আগেই অবশ্য মাহারাজের দ্বিতীয় শিকার বনে যান নিকোলাস পুরান। তার ব্যাট থেকে আসে ১২ রান। সুবিধা করতে পারেননি ক্রিস গেইল, আন্দ্রে রাসেল। গেইল ১২ বলে ১২ ও রাসেল ফেরেন ৪ বলে ৫ রান করে। রান আউটে কাটা পরা হেটমায়ার রানের খাতা খুলতে পারেননি। শেষদিকে অধিনায়ক পোলার্ডের ২০ বলে ২৬ রানের ইনিংসের সুবাদে ১৪৩ রান তুলেছে উইন্ডিজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App