×

প্রবাস

ডেনমার্কে বাংলাদেশি সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ০৮:৪০ এএম

ডেনমার্কে বাংলাদেশি সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

কোপেনহেগেনের গামেলটো স্ট্রিটে মাইনোরিটিস অব বাংলাদেশ লিভিং ইন ডেনমার্কের আহবানে জমায়েত হয়ে এই প্রতিবাদ জানায়প্রবাসী বাঙালীরা।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ জানিয়েছে ডেনমার্কে বসবাসরত প্রবাসী বাঙালীরা। রবিবার (২৪ অক্টোবর) ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের গামেলটো স্ট্রিটে মাইনোরিটিস অব বাংলাদেশ লিভিং ইন ডেনমার্কের আহবানে জমায়েত হয়ে তারা এই প্রতিবাদ জানায়।

এ সময় তারা সাম্প্রদায়িক হামলার তিব্র নিন্দা জানিয়ে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ সরকারের কাছে দোষীদের শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা নিজ পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা ব্যক্ত করেন। এসময় ডেনমার্ক ইসকন তাদের সঙ্গে একাত্ততা ঘোষণা করে এ প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং শনিবার (৩০ অক্টোবর) পুনরায় প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয়। পরে গামেলটো থেকে রওলহুসপ‍্যালাসেন পযর্ন্ত র‍্যালি করে প্রবাসী বাঙালীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App