×

সারাদেশ

কুমিল্লার পূজামণ্ডপ থেকে নেওয়া হনুমানের সেই গদা উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ০১:১১ এএম

কুমিল্লার পূজামণ্ডপ থেকে নেওয়া হনুমানের সেই গদা উদ্ধার

হনুমানের হাত থেকে ইকবালের নেওয়া সেই গদা। ছবি: সংগৃহীত

কুমিল্লা নানুয়াদিঘীর পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ রেখে হনুমানের হাত থেকে ইকবাল হোসেনের নেওয়া সেই গদা উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সেখানকার দারোগাবাড়ি মাজারের পাশের একটি ঝোঁপ থেকে গদাটি উদ্ধার করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে ইকবালকে কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে গত শনিবার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে তার ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৩ অক্টোবর ভোরে নানুয়াদিঘির অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন দেখা যায়। এরপর ধর্ম অবমাননার অভিযোগ তুলে ওই মণ্ডপে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায় একদল লোক।

ওই ঘটনায় প্রাপ্ত সিসিটিভি ফুটেজে ইকবাল হোসেন নামের এক ব্যক্তিকে দেখা যায়। তিনি কীভাবে, কখন মসজিদে যান এবং বের হন তা ধরা পড়ে ওই ভিডিও ফুটেজে। তাতে আরও দেখা যায়, মণ্ডপের দিকে যান ইকবাল। সেই মণ্ডপ থেকে গদাটি নিয়ে নানুয়াদিঘী পশ্চিম পাড় দিয়ে হেঁটে দারোগাবাড়ী মাজারের সড়কে ঢুকে পড়েন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App