×

জাতীয়

সিরাজুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলা চালাবেন না সেই যুবলীগ নেতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১, ০৬:১২ পিএম

চট্টগ্রামে একটি প্রকাশনার প্রবন্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তির অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন। রবিবার (২৪ অক্টোবর) তথ্যগত ভুল আছে বলে আদালতে লিখিত আবেদন করে মামলা না করার আবেদন করেন তিনি।

এর আগে মঙ্গলবার ম্যাজিস্ট্রেট আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করেছিলেন নাজিম উদ্দিন। বাকি দুজন হলেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক রাশেদ রউফ ও লেখক নেছার আহমেদ। আজ আদালত আদেশের জন্য দিন রেখেছিলেন।

মামলার আরজিতে বলা হয়, চট্টগ্রাম একাডেমি থেকে ২০২০ সালের ১৭ মার্চ জাতির জনকের জন্মশতবার্ষিকীতে ‘জাতির পিতা’ নামে একটি পুস্তক প্রকাশিত হয়। এতে ‘শেখ মুজিবের গোপন শত্রু’ নামে প্রবন্ধে বঙ্গবন্ধুর প্রতি অবমাননার অভিযোগে মামলাটি করা হয়। প্রবন্ধটির লেখক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তাকে অভিযুক্ত ব্যক্তিদের তালিকায় তিন নম্বর, নেছার আহমদ ও রাশেদ রউফকে যথাক্রমে ১ ও ২ নম্বরে রাখা হয়েছে।

নাজিম উদ্দিন বলেন, মামলা নেওয়ার আবেদনে তথ্যগত ভুল রয়েছে। তাই মামলাটি না নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়।

বাদির আইনজীবী মজিবুর রহমান বলেন, আদালত আদেশ দেওয়ার আগে বাদী একটি লিখিত আবেদন করেন। সেখানে বলা হয়, মামলার আরজিতে তথ্যগত কিছু ভুল আছে। আপাতত বাদী মামলা চালাতে চান না। পরে আদালত বাদীর আবেদন মঞ্জুর করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App