×

খেলা

লিটন দাসের ক্যাচ মিসে বিপদে বাংলাদেশ, শ্রীলঙ্কা ১৬০/৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১, ০৬:০৫ পিএম

লিটন দাসের  ক্যাচ মিসে বিপদে বাংলাদেশ, শ্রীলঙ্কা ১৬০/৪

দ্রুত রান তুলে নেয় শ্রীলঙ্কা

লিটন দাসের  ক্যাচ মিসে বিপদে বাংলাদেশ, শ্রীলঙ্কা ১৬০/৪

সাকিব

লিটন দাসের ক্যাচ মিসে বিপদে বাংলাদেশ। রাজাপক্ষের ক্যাচ ফেলেছিলেন, এবার লিটন ফেললেন আসালাঙ্কার ক্যাচ। অফস্টাম্পের বাইরের বলটা তুলে মেরেছিলেন, কাভারে লিটন একটু ছুটে এসে বেশ ভালো পজিশনেই আনতে পেরেছিলেন নিজেকে। তবে ম্যাচে দ্বিতীয় মিস আটকাতে পারেননি।

শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। তবে এরপরই লঙ্কানরা ম্যাচে ফিরেছে দারুণভাবে। পাথুম নিশাঙ্কা আর চারিথ আসালঙ্কার ব্যাটে ঝড় তুলে এখন মাহমুহউল্লাহর দলকে রীতিমতো চাপেই ফেলে দিয়েছিল শ্রীলঙ্কা। তবে দুজনকে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে দেননি সাকিব আল হাসান, ফিরিয়েছেন নিশাঙ্কাকে, এরপর আভিষ্কা ফার্নান্দোকেও। তাতেই স্বস্তি পেয়েছে বাংলাদেশ।

১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় লঙ্কানরা। নাসুম আহমেদের চতুর্থ বলে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হয় কুশল পেরারা। ওপেনিং ব্যাটারকে হারিয়ে যেন আরো জ্বলে উঠে শ্রীলঙ্কা।

পাওয়ার প্লেতে ৫৪ রান তোলেন আশালাঙ্কা ও নিশাঙ্কা। আশালাঙ্কা নাসুমের ৩য় ওভারে দুটি ছয় মেরে ঝড়ো শুরু করেন। পাওয়ার প্লের শেষ ওভারে মাহেদি হাসানের বলে ১৫ রান তোলে শানাকার দল। তবে নিশাঙ্কা আসালঙ্কার জুটি যখনই বিপদজনক হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছিল লঙ্কানরা, তখনই সাকিব আল হাসান আঘাত হানলেন; ফেরালেন নিশাঙ্কাকে। তাতে কিছুটা হলেও স্বস্তি ফিরে এলো বাংলাদেশ শিবিরে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App