×

খেলা

পাকিস্তান বোলারদের ওপর চাপ বাড়াচ্ছেন কোহলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১, ০৭:৫৬ পিএম

পাকিস্তান বোলারদের ওপর চাপ বাড়াচ্ছেন কোহলি

উইকেট নেয়ার পর পাকিস্তান দলের উল্লাস।

পাকিস্তান বোলারদের ওপর চাপ বাড়াচ্ছেন কোহলি

কোহলী

শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। রানের গতি প্রত্যাশা মাফিক নয়। বল করতে এসেই ধাক্কা দেয় হাসান আলি। উইকেটকিপার রিজওয়ানের হাতে ক্যাচ দেন সূর্যকুমার (১১)। ভাল খেলতে খেলতেও ভুল শট মারলেন পন্থ। ৩৯ করে ফিরলেন তিনি। চতুর্থ উইকেট হারাল ভারত।

১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করেছে ভারত। ক্রিজে আছেন কোহলি ৪৬ রানে। এবং জাডেজা ৬ রানে। লড়াইয়ের শুরুতে টস জিতলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকেই ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক। ব্যাট করতে নেমে শুরুতেই পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির আগুনে বোলিংয়ের মুখে পড়েন ভারতীয় ব্যাটসম্যানরা। ইনিংসের প্রথম ওভারেই বিধ্বংসী রোহিত শর্মাকে এলবিডব্লিউ করে সাজঘরের পথ দেখান শাহিন আফ্রিদি। কোনো রান না করেই ফিরে যান রোহিত। তৃতীয় ওভারে বল করতে এসে প্রথম বলেই ফিরিয়ে দেন লোকেশ রাহুলকে। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে বিধ্বংসী সূচনা করেন রাহুল। কিন্তু এবার তিনি আউট হলেন ৮ বলে মাত্র ৩ রান করে। আফ্রিদির বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি। এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৪। ৪ রান নিয়ে বিরাট কোহলি এবং ৭ রান নিয়ে ব্যাট করছেন সূর্যকুমার যাদব।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App