×

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মির আবার পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১, ০১:৫৪ পিএম

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ডিলিমিটেশন (আসন পুনর্বিন্যাস) আমরা থামাবো কেন? ডিলিমিটেশন হবে, তারপর নির্বাচন শেষে জম্মু-কাশ্মির পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে। শনিবার (২৩ অক্টোবর) ভারতীয় সংবিধান থেকে ৩৭০ ধারা রদ হওয়ার পর প্রথমবার কাশ্মিরের শ্রীনগরে তিনি এ কথা বলেন। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার

ভারতের সরকারি কর্মকর্তারা জানান, রবিবার (২৪ অক্টোবর) কাশ্মিরে নিরাপত্তা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে যোগ দেওয়ার উদ্দেশ্যে সেখানে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে জম্মু-কাশ্মিরকে কেন্দ্র করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়ন পর্যবেক্ষণও করতে চান তিনি।

অমিত শাহ এমন সময় জম্মু-কাশ্মীর সফরে গেলেন যখন সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি রাজ্যটিতে কাশ্মিরিদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর ৯ সদস্য প্রাণ হারান।

এদিকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জম্মু-কাশ্মিরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

ভারতে বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয়। এ ঘটনার দুই বছর পর রাজ্যটিতে তিন দিনের সফরে রয়েছেন অমিত শাহ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App