×

খেলা

কে জিতবে, ভারত-পাকিস্তান ম্যাচের ভবিষ্যদ্বাণী করলেন ওয়াসিম আকরাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১, ১২:৪৪ পিএম

কে জিতবে, ভারত-পাকিস্তান ম্যাচের ভবিষ্যদ্বাণী করলেন ওয়াসিম আকরাম

পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরাম / ফাইল ছবি

কয়েক ঘণ্টা বাদেই ভারত ও পাকিস্তানের বড় ম্যাচের মাধ্যমে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু হবে। চিরবৈরী দুই দেশের মধ্যে কে জিতবে? সে ব্যাপারে অনেকেই ভবিষ্যদ্বানী করছেন। এরকমই একজন পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরাম। তিনি বলেছেন, ম্যাচে এগিয়ে আছে ভারত। খবর হিন্দুস্তান টাইমস বাংলার

ওয়াসিম আকরাম জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের তুলনায় ২০ শতাংশ এগিয়ে আছে। এক্ষেত্রে ফ্যাক্টর হতে পারে টস রাউন্ড।

ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে আকরাম বলেন, এই ম্যাচে ফেভারিট হল ভারত। বলতে পারেন এদিনের ম্যাচে ভারত ৬০-৪০ শতাংশ ফেভারিট। কিন্তু দুবাইয়ের পিচে বর্তমানে কিছু বাউন্স দেখা যাচ্ছে। আমার মনে হয় টসটা ফ্যাক্টর হতে পারে। বলা যায়, ভারত বিশ্বকাপে তাদের অসাধারণ ব্যাটিংয়ের শক্তি নিয়ে মাঠে আসবে। কেননা তাদের কাছে বিরাট কোহলির মতো উচ্চমানের ব্যাটসম্যান আছেন। তাদের কাছে কিছু ভালো বোলারও আছে, যাদের ফিল্ডিং ও ভালো।

তিনি বলেন, এর মধ্যেও আমি বিশ্বাস করি মাঠে অসাধারণ পারফরম্যান্স দেখাবে পাকিস্তান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App