×

জাতীয়

বিমানে বাংলাদেশে ভ্রমণকারীদের কোয়ারেন্টাইন শিথিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১, ০৪:০০ পিএম

বিমানে বাংলাদেশে ভ্রমণকারীদের কোয়ারেন্টাইন শিথিল

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। ছবি : সংগৃহীত

বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষ নতুন একটি নির্দেশনায় জানিয়েছে, করোনাভাইরাস টিকার পূর্ণ ডোজ নিয়ে দেশটিতে এলে এখন থেকে আর বাধ্যতামূলক কোয়ারিন্টাইনে থাকতে হবে না। তবে ১৩টি দেশের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর করা হবে না। খবর বিবিসি বাংলার

যারা করোনা টিকা নেননি তাদের বাংলাদেশে প্রবেশের পর ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারিন্টাইনে থাকতে হবে।

বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মো. জিয়াউল কবীর স্বাক্ষরিত নতুন নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশের প্রবেশের ১৪ দিন পূর্বে ডব্লিউএইচও অনুমোদনপ্রাপ্ত কোভিড ১৯ এর টিকা নিলে তাদেরকে কোয়ারিন্টাইনে থাকার প্রয়োজন নেই।

নির্দেশনায় উল্লেখ করা হয়, যে ১৩টি দেশকে এখনও বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে যেতে হবে সেই দেশগুলো হলো আর্মেনিয়া, বুলগেরিয়া, এস্তোনিয়া, জর্জিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, মালদোভা, মঙ্গোলিয়া, ফিলিস্তিন, রোমানিয়া, সার্বিয়া, স্লোভেনিয়া এবং ইউক্রেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App