×

সারাদেশ

সাম্প্রদায়িক সহিংসতা: নোয়াখালীতে প্রতিবাদী আবৃত্তি ও বিক্ষোভ সমাবেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ০৫:৪৯ পিএম

সাম্প্রদায়িক সহিংসতা: নোয়াখালীতে প্রতিবাদী আবৃত্তি ও বিক্ষোভ সমাবেশ

শনিবার বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে এই প্রতিবাদী আবৃত্তি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: ভোরের কাগজ

“সাম্প্রদায়িক অপশক্তির উত্থান রোধ করি, সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ি” এ স্লোগানে নোয়াখালীতে প্রতিবাদী আবৃত্তি ও বিক্ষোভ সমাবেশ করেছে আবৃত্তি শিল্পীরা।

শনিবার (২৩ অক্টোবর) বিকালে জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে এই প্রতিবাদী আবৃত্তি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন কৈশোরের সভাপতিত্বে নোয়াখালী আবৃত্তি একাডেমীর উপদেষ্টা সাংবাদিক আবু নাছের মঞ্জু, লক্ষ্মীপুর আবৃত্তি চর্চা কেন্দ্রের সভাপতি অধ্যাপক কার্তিক সেন গুপ্ত, কোম্পানীগঞ্জ কবিতা পরিষদের সাধারণ সম্পাদক নাজমা শিফা, কবি ফিরোজ শাহ প্রমূখ বক্তব্য রাখেন। সমাবেশে সংহতি প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধা শাহ আলম।

এসময় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, নোয়াখালী আবৃত্তি একাডেমী, কোম্পানীগঞ্জ কবিতা পরিষদ, লক্ষ্মীপুর আবৃত্তি চর্চা কেন্দ্র, লক্ষ্মীপুর আবৃত্তি একাডেমী, শব্দ কুটির, নোবিপ্রবি সহ বিভিন্ন সংগঠনের আবৃত্তি শিল্পীরা প্রতিবাদী আবৃত্তি পরিবেশন করেন।

এসময় বক্তারা নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে মুক্তচিন্তার মানুষদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App