×

জাতীয়

মুক্তিযোদ্ধার ভাতাভোগী গ্রেপ্তার, এলাকায় বিস্ময়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২১, ১০:২১ পিএম

মুক্তিযোদ্ধার ভাতাভোগী গ্রেপ্তার, এলাকায় বিস্ময়

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার তারা মিয়া

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের বাসিন্দা মো. তারা মিয়া (৭০) ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হয়েছেন। অথচ এলাকায় তিনি পরিচিত একজন ‘যুদ্ধাহত মুক্তিযোদ্ধা’ হিসেবে। এমনকী সেই পরিচয় দিয়ে সরকারের ভাতাও নিয়েছেন। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত একজন কীভাবে এত দিন নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয়ের আড়ালে লুকিয়ে রাখতে পেরেছেন, সে ব্যাপারে এলাকার মানুষ যারপরনাই বিস্মিত।

আঠারবাড়ী ইউনিয়নের ইটাউলিয়া গ্রামের মো. মিলন মিয়া বলেছেন, তারা মিয়া মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে একটি মূল্যবান হুইলচেয়ারে বসে চলাফেরা করতেন। অসুখ হলে তার ফোনে ডাক্তার ছুটে আসতেন। সবই যে ফাঁপা বুলি ছিল, তা বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়ার পর বুঝতে পেরেছি।

শুক্রবার (২২ অক্টোবর) আঠারবাড়ী ইউনিয়নের রায়েরবাজারে তার এলাকার আরও অনেকের সঙ্গে কথা বলে এমন প্রতিক্রিয়াই জানা গেছে। এলাকার লোকজন বলছেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তি কী করে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার তালিকায় ঠাঁই পেয়েছেন। যারা তাকে এ ধরনের প্রতারণামূলক কাজে সহায়তা করেছেন, এলাকাবাসী তাদের নাম-পরিচয় জানতে চেয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App