×

সারাদেশ

ঝিনাইদহে বারবাজার হাইওয়ে পুলিশের নিরাপদ সড়ক দিবস পালন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২১, ০৭:২৩ পিএম

ঝিনাইদহে বারবাজার হাইওয়ে পুলিশের নিরাপদ সড়ক দিবস পালন

নিরাপদ সড়কের ব্যাপারে সচেতনতার জন্য একজন ট্রাকচালককে লিফলেট দিচ্ছেন বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিন। ছবি: ভোরের কাগজ।

ঝিনাইদহ বারবাজার হাইওয়ে থানা (ওসির) উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবসটি পালন করা হয়। শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১০টা-দুপুর ১২টা পর্যন্ত খুলনা-কুষ্টিয়া ও যশোর-ঝিনাইদহ মহাসড়কের কালীগঞ্জ মেইন পয়েন্টে বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিনের নেতৃত্বে এক র‌্যালী এবং যানবাহন চালক ও যাত্রী সাধারণের মাঝে লিফলেট দেওয়া হয়।

দিবসটির স্লোগানে বর্ণিত ‘মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’ প্রতিটি মানুষের যোগাযোগ পথযাত্রা শুভকামনার লক্ষ্যে।

হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের সহযোগিতায় সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিন ও সেকেন্ড অফিসার কামরুজ্জামান, (টিআই) এ এন এম মাসুদ রানাসহ প্রমুখ অত্যন্ত প্রচেষ্টায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে নিরাপদ সড়ক দিবস-২০২১ উদ্যাপন করা হয়।

জানা গেছে, প্রতি বছরের ন্যায় পঞ্চম বারের মতো সড়ককে নিরাপদ করার আন্দোলনের ধারাবাহিকতায় ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়।

বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত সকলকে সামনে রেখে বলেন, জাতীয় নিরাপদ সড়ক দিবসটি আমার একার নয়। এটি সকল সচেতন মহলের গুরুত্বপূর্ণ এ দিবস। এ দিবসটি অনেকের কাছে স্মৃতি হিসেবে বুকে ধারণ করে রেখেছেন। কারণ অনেক মানুষ সড়ক পথে জীবন হারিয়েছেন। যার পরিবারের সদস্য একজন হারিয়েছে, সে বোঝে হারানোর মর্ম কি? কাজেই রাস্তা পারাপারে যাত্রীদের সচেতন হতে হবে, নিষিদ্ধ যানবাহনে যাত্রী হিসেবে উঠা যাবেনা, যত্রতত্র গাড়ি পার্কিং করা যাবে না, উল্টো পথে গাড়ি চালানো যাবে না, অতিরিক্ত ঝুঁকি নিয়ে ওভারটেক করা যাবে না ও গাড়ি চালানো অবস্থায় মোবাইলে কথা বলা যাবে না এসব বিষয়ে চালক শ্রমিক ও যাত্রীদের সচেতন করতে আমাদের এ কার্যক্রম। আশা করি এসব বিষয় মেনে গাড়ি চালালে দুর্ঘটনা অনেকটা কমে যাবে। এ ছাড়া নিরাপদ সড়কের উপরে বিভিন্ন দিকনির্দেশনা প্রধান করেন।

কর্মসূচি শেষে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কালীগঞ্জ মটর মালিক সমিতির ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বারবাজার হাইওয়ে থানার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাইওয়ে (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিন।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু। বিশেষ অতিথি বক্তব্য রাখেন কালীগঞ্জ মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দীন। এ ছাড়া উপস্থিত ছিলেন ট্রাক ব্যবসায়ী সেলিম রেজা, মিডিয়ার কর্মীগণ এবং এসময় বিভিন্ন বাস-ট্রাক চালক, মালিক ও শ্রমিকসহ বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।

২০১৭ সালের ৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন করা হয়। একই বছরের ২২ অক্টোবর বাংলাদেশের পঞ্চম বারের মতো জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App