×

সারাদেশ

খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২১, ০৪:১৭ পিএম

খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপিত

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ‘দানোত্তম কঠিন চীবর দানোৎসব’ এ ধর্মদেশনা প্রদান করছেন রামগড় মহামনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুমনা লঙ্কার মহাথেরো

খাগড়াছড়ির রামগড়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ‘দানোত্তম কঠিন চীবর দানোৎসব’ শুক্রবার (২২ নভেম্বর) পৌরসভার মাস্টারপাড়া আনন্দ বৌদ্ধ বিহারে দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।

আনন্দ বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক উক্যচিং চৌধুরীর সভাপতিত্বে কঠিন চীবরদান উৎসবে প্রধান ধর্মদেশক হিসেবে ধর্মদেশনা প্রদান করেন রামগড় মহামনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুমনা লঙ্কার মহাথেরো। এ ছাড়া মানিকছড়ি উপজেলা গিরিমৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জিন মিত্রা ভিক্ষুসহ দমদমা নিজামপুর সুদর্শন বৌদ্ধ বিহারের প্রিয়নন্দ মহাস্থবির প্রমুখ ধর্মদেশনা প্রদান করেন। এতে পঞ্চশীল প্রার্থনা পাঠ করেন ক্রাজাইরী মারমা।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী (অপু)। এতে আরো উপস্থিত ছিলেন, আনন্দ বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি খ্যাচিংপ্রু চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তি, পরিচালনা কমিটির সদস্য এবং ধর্মপ্রাণ বৃক্তরা প্রমুখ।

উদযাপন কমিটির আহবায়ক সুইমংচিং চৌধুরী ও সদস্য সচীব চিংহলাপ্রু চৌধুরী জানান, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পঞ্চশীল ও চীবর দান, মধ্যাহ্ন ভোজ, ধর্মদেশনা, প্রদীপ পুজা ও চুলামনি ধাতু উদ্দেশ্যে ফানুস বাতি উড়ানোর মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্তি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App